সিলেটে জনসভার অনুমতি চেয়ে আইনি নোটিশ জাতীয় ঐক্যফ্রন্টের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ০৩:২৩ পিএম, ২১ অক্টোবর ২০১৮
ফাইল ছবি

দ্বিতীয় দফায় ২৪ অক্টোবর সিলেটে জনসভা করার অনুমতি না পেয়ে আইনি নোটিশ পাঠিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। সিলেটে জনসভার অনুমতি কেন দেয়া হবে না জানতে চেয়ে স্বরাষ্ট্র সচিব, আইজিপি এবং সিলেটের বিভাগীয় কমিশনার বরাবর আইনি নোটিশ পাঠিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্ট নেতা সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী।

এ নোটিশ রোববার বেলা সাড়ে ১১টার দিকে ইমেইল এবং রেজিস্ট্রি ডাকযোগে পাঠানো হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এ নোটিশের যথাযথ জবাব না পেলে এ নিয়ে হাইকোর্টে রিট করবেন বলে জানান জ্যেষ্ঠ এই আইনজীবী।

তিনি বলেন, সভা-সমাবেশ করা যে কোনো নাগরিকের সাংবিধানিক অধিকার। সভা করার অনুমতি না দেয়া সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন। আমরা শান্তিপূর্ণভাবে জনসভা করতে চাই। এর অনুমতি না দিয়ে সরকার আমাদের সংবিধান প্রদত্ত অধিকার কেড়ে নিচ্ছে। এটা হতে দেয়া যায় না। আমরা এর আইনি প্রতিকার চাইবো।

ছামির মাহমুদ/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।