জয়পুরহাটে যুবলীগ নেতা গুলিবিদ্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ১১:২১ পিএম, ২১ অক্টোবর ২০১৮

জয়পুরহাটে দুর্বৃত্তদের গুলিতে সাবু ইসলাম (৩২) নামে এক যুবলীগ নেতা আহত হয়েছেন।

রোববার (২১ অক্টোবর) রাতে জামালপুর ধুতিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত সাবু ইসলাম ধুতিয়া পাড়ার নূরুল মণ্ডলের ছেলে এবং জামালপুর ইউপি যুবলীগের সদস্য। তার পেটের বাম পাশে গুলি লেগেছে বলে জানা গেছে।

জয়পুরহাট সদর থানার পুলিশ পরির্দশক (তদন্ত) মুমিনুল হক জানান, সাবুসহ চারজন বাড়ির পাশে বাদশা মিয়ার পুকুরে বড়শি দিয়ে মাছ ধরছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

রাশেদুজ্জামান/এএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।