পদ্মা সেতুর ক্ষতিপূরণের চেক জালিয়াতি : নারী ইউপি সদস্য গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৫:২০ পিএম, ২৪ অক্টোবর ২০১৮

পদ্মা সেতুর ক্ষতিপূরণের চেক জালিয়াতি মাধ্যমে ৭৮ লাখ টাকা লোপাটের ঘটনায় মাদারীপুরের শিবচর থানায় মামলা করেছে সেতু কর্তৃপক্ষ। এ ঘটনায় শিবচর উপজেলার মাদবরচর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ছালমা বেগমকে মঙ্গলবার সেতু বিভাগের সহায়তায় গ্রেফতার করেছে পুলিশ।

ছালমা বেগম তার নিজের নামে ভুয়া কাগজপত্রের মাধ্যমে প্রায় ৩৯ লাখ টাকা লোপাট করেছে বলে অভিযোগ করেছে সেতু বিভাগ। এ ঘটনায় সেতু বিভাগের নিয়োজিত ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অরগানাইজেশন (ইসডো) এরিয়া ম্যানেজার পলাতক রয়েছেন।

থানা পুলিশ, সেতু বিভাগ ও মামলার বিবরণীতে জানা যায়, পদ্মা সেতুর ক্ষতিপূরণের অতিরিক্ত অনুদান ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অরগানাইজেশন(ইসডো) নামে একটি বেসরকারি এনজিওর মাধ্যমে প্রদান করা হয়। সম্প্রতি ওই এনজিওর জাজিরা শাখার এরিয়া ম্যানেজার জাকির হোসেন, শিবচরের মাদবরচরের নারী ইউপি সদস্য ছালমা বেগম ও কাদির ফকিরসহ ১০-১২ জনের একটি প্রতারক চক্র জেলা প্রশাসকের কার্যালয়ের প্রাপ্ত চেক(সিসিএল) জালিয়াতি করে।

চক্রটি সিসিএল জালিয়াতি করে ছালমা ও কাদিরের নামে পৃথক চেকের মাধ্যমে ৭৮ লাখ টাকার চেক এনজিওটি থেকে হাতিয়ে নেয়। গত ২২ অক্টোবর তল্লাশিতে সেতু কর্তৃপক্ষ নিশ্চিত হয় জালিয়াতির ঘটনা। ২৩ অক্টোবর (মঙ্গলবার) সেতু কর্তৃপক্ষ জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জালিয়াতির বিষয়টির নথিপত্র ঘেটে চক্রটির হোতাদের চিহ্নিত করে। ওইদিন বিকেলেই সেতু কর্তৃপক্ষ শিবচর থানা পুলিশকে নিয়ে মাদবরচর ইউপি সদস্য ছালমা বেগমের বাড়িতে গিয়ে অভিযান চালিয়ে তাকে আটক করে। পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের(নদী শাসন ও পুনর্বাসন) নির্বাহী প্রকৌশলী শারফুল ইসলাম বাদী হয়ে গভীর রাতে শিবচর থানায় মামলা দায়ের করেন।

শিবচর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. শাজাহান মিয়া বলেন, পদ্মা সেতুর ক্ষতিপূরণের চেক জালিয়াতির মাধ্যমে প্রায় ৭৮ লাখ টাকা লোপাটের ঘটনায় মাদারীপুরের শিবচর থানায় মামলা করেছে সেতু কতৃপক্ষ। চেক জালিয়াতের ঘটনায় শিবচর থানা পুলিশ অভিযুক্ত মাদবরচর ইউপি সদস্য ছালমা বেগমকে গ্রেফতার করেছে।

এ কে এম নাসিরুল হক/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।