মেহেরপুরে বিএনপি-জামায়াতের ২৩ নেতাকর্মী আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ১১:৪৭ এএম, ২৭ অক্টোবর ২০১৮

মেহেরপুরের গাংনীতে বিএনপি-জামায়াতের ২৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কল্যাণপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে তাদের আটক করা হয়। এ সময় ১৭টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।

গাংনী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্র নাথ সরকার জানান, বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা নাশকতার জন্য কল্যাণপুর নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে জড়ো হয়েছে- এমন খবরের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এ সময় সেখান থেকে বিএনপি-জামায়াতের ২৩ জনকে আটক করা হয়। সেখান থেকে ১৭টি ককটেল, তিনটি ছুরি ও ৭টি লাঠি উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, আটকদের নামে বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তাদের মেহেরপুর আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

আসিফ ইকবাল/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।