ঘুমন্ত গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৬:৫২ পিএম, ২৮ অক্টোবর ২০১৮

নাটোরে রাতের আঁধারে দুর্বৃত্তের ছোড়া অ্যাসিডে ঝলসে গেছেন একজন গৃহবধূ। বর্তমানে তিনি নাটোর হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার রাত ১১টার দিকে নাটোর সদর উপজেলার আওরাইল গ্রামে এ ঘটনা ঘটে।

হাসপাতাল ও গৃহবধূর পরিবার সূত্র জানায়, শনিবার রাত ১১টার দিকে সদর উপজেলার হালসা ইউনিয়নের আওরাইল গ্রামের হাসেন আলীর স্ত্রী রাশিদা বেগম নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলেন। এ সময় ঘরের দরজা খোলা ছিল। তার স্বামী বাড়িতে ছিলেন না। এই সুযোগে গৃহবধূকে অ্যাসিড ছোড়ে মারে দুর্বৃত্ত। এতে গৃহবধূর বাঁ হাত এবং পিঠের পুরো অংশ পুড়ে যায়। রাতেই পরিবারের লোকজন গুরুতর অবস্থায় তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে।

গৃহবধূ রাশিদা বেগম বলেন, রাত সাড়ে ৯টার দিকে খাওয়া-দাওয়ার পর ঘুমিয়ে পড়ি। এ সময় ঘরের দরজা খোলা ছিল। এই সুযোগে আমার ওপর অ্যাসিড ছোড়ে মারা হয়। কে বা কারা অ্যাসিড মেরেছে আমি তাদের দেখিনি।

নাটোর সদর হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক শহিদুল ইসলাম সুমন বলেন, অ্যাসিড ছোড়ে গৃহবধূ রাশিদা বেগমকে ঝলসে দেয়া হয়েছে। তার শরীরের অন্তত ৯ শতাংশ ঝলছে গেছে। আমরা চেষ্টা করে যাচ্ছি তার সুচিকিৎসা দেয়ার জন্য। তবে তার ক্ষত পুরোপুরি সেরে উঠতে কিছুদিন সময় লাগবে।

এ বিষয়ে নাটোর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, বিষয়টি আমি শুনেছি। তবে এ ঘটনায় এখনো কেউ মামলা কিংবা অভিযোগ করেনি। অভিযোগ পেলে এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করা হবে।

রেজাউল করিম রেজা/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।