পরিবহন শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ বাধলো বরযাত্রীর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৮:৫৯ এএম, ২৯ অক্টোবর ২০১৮

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দৌলতপুর বাজারের কানলী ব্রিজ এলাকায় পরিবহন শ্রমিক ও বরযাত্রীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন।

পরিবহন শ্রমিকদের ডাকা ৪৮ ঘণ্টার ধর্মঘটের প্রথম দিন রোববার মৌলভীবাজারের বড়লেখা ও সিলেটের বিয়ানীবাজার উপজেলার সংযোগস্থল কানলী ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনকে বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, কানলী ব্রিজ এলাকায় বরযাত্রীদের গাড়ি আটকে রাখে পরিবহন শ্রমিকরা। এক পর্যায়ে বরযাত্রীদের মধ্য থেকে ভিডিও করতে গেলে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের ৮ জন আহত হয়েছেন।

এ ব্যাপারে শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল, তবে সেখানে কাউকে পাওয়া যায়নি।

রিপন দে/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।