সোনালী অধ্যায়ে রয়েছে বাংলাদেশ-ভারত সম্পর্ক : শ্রিংলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৭:১৭ পিএম, ৩১ অক্টোবর ২০১৮

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কের একটি শক্তিশালী বীজ বপন করেছিলেন। বর্তমানে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে আজ সেই সম্পর্কের এক সোনালী অধ্যায় বিরাজ করছে।

Indian-High-Commissioner3

তিনি বলেন, যেকোনো সংকটময় মুহূর্তে বাংলাদেশের পাশে ভারত ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা এবং ভারতের সেনারা একসঙ্গে যুদ্ধ করেছিল এবং বাংলাদেশের স্বাধীনতার জন্য রক্ত দিয়েছিল- যেটি ছিল ভারতের জন্য গর্বের।

বুধবার দিনাজপুর শহরে লোকনাথ মন্দির সংস্কার, উন্নয়ন ও মাল্টিপারপাস কমিউনিটি হল নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এসব কথা বলেন তিনি।

southeast

দিনাজপুর রায়সাহেব বাড়ি দেবোত্তর এস্টেটের আয়োজনে ও রায়সাহেব দেবোত্তর এস্টেটের এজেন্ট চিত্ত ঘোষের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন- জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম ও পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম প্রমুখ।

এমদাদুল হক মিলন/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।