সিংড়ায় ই-রিকশা সেবার উদ্বোধন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৫:৩৯ পিএম, ০২ নভেম্বর ২০১৮

নাটোরের সিংড়া পৌরসভা কর্তৃক গৃহীত পৌরবাসীর সুস্বাস্থ্যের জন্য বিনামূল্যে জরুরি অ্যাম্বুলেন্স সেবা ও পৌর নাগরিকদের যাতায়াতের জন্য অত্যাধুনিক ই-রিকশা সেবার উদ্বোধন ও দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বেলা ১০টায় সিংড়া পৌর সম্মেলন কক্ষে সেবা ও কর্মশালায় উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

জার্মান ডেভেলপমেন্ট কো-অপারেশনের (জিআইজেড) ট্রান্সফরমেটিভ আরবান মোবাইলিটি ইনিশিয়েটিভ (টিইউএমআই) প্রকল্পের আওতায় এ সেবা দেয়া হচ্ছে।

Natore-News-s

সিংড়া পৌরসভার মেয়র আলহাজ মো. জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী, জিআইজেড-জার্মানির ট্রান্সপোর্ট পলিসি অ্যাডভাইজার ইয়ান রিকমেয়ার, প্রজেক্ট ম্যানেজার-সাসটেইনিবিলিটি মোবাইলিটি ফ্রেডরিক টেসফেয়, জিআইজেড-ঢাকা অফিসের টেকনিক্যাল অ্যাডভাইজার সাবাহ শামনি, সাবেক অধ্যক্ষ আতিকুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম, প্যানেল মেয়র শফিকুল ইসলাম, পৌর সচিব আব্দুল মতিন প্রমুখ।

সিংড়া পৌরসভার মেয়র আলহাজ মো. জান্নাতুল ফেরদৌস জানান, জার্মানির জিআইজেড প্রকল্প পৌরবাসীর জরুরি স্বাস্থ্য সেবা নিশ্চিতে বিনামূল্যে অ্যাম্বুলেন্স এবং পরিবেশ বান্ধব ১০টি রিকশা প্রদান করবে। এই যানবাহনগুলো সিংড়া পৌর শহরকে দূষণমুক্ত ও জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে সহায়ক হিসেবে কাজ করবে।

রেজাউল করিম রেজা/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।