রামপালে মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল ব্যবসায়ীর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বাগেরহাট
প্রকাশিত: ১০:৫১ এএম, ০৪ নভেম্বর ২০১৮
প্রতীকী ছবি

বাগেরহাটের রামপালে মাইক্রোবাসের ধাক্কায় পলাশ শেখ (৪০) নামে এক ঘের ব্যবসায়ী নিহত হয়েছেন। রোববার সকালে বাগেরহাট-মংলা মহাসড়কের রামপাল উপজেলার সোনাতুনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘাতক ওই মাইক্রোবাসসহ চালক আমির হোসেনকে আটক করেছে পুলিশ। পলাশের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পলাশ শেখ রামপাল উপজেলার সোনাতুনিয়া গ্রামের মৃত শহীদ শেখের ছেলে।

বাগেরহাট হাইওয়ে পুলিশের কাটাখালি থানার উপপরিদর্শক (এসআই) মলয়েন্দ্র নাথ রায় বলেন, স্থানীয় ঘের মালিক পলাশ শেখ তার মাছের ঘেরে কাজ সেরে মোটরসাইকেলযোগে বাড়িতে ফিরছিলেন। এ সময় অসাবধানতাবশত পলাশ মোটরসাইকেলে রাস্তা পার হতে গেলে মংলা থেকে খুলনার উদ্দেশে ছেড়ে আসা একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান পলাশ।

শওকত আলী বাবু/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।