সাতক্ষীরা-৪ আসনে প্রার্থী হবেন এরশাদ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৮:১৩ পিএম, ০৭ নভেম্বর ২০১৮
ফাইল ছবি

সাতক্ষীরা-৪ (শ্যামনগর ও কালীগঞ্জের একাংশ) আসনে প্রার্থী হচ্ছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। বুধবার সন্ধ্যায় সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় পার্টির সাতক্ষীরা জেলার সভাপতি শেখ আজহার হোসেন।

এ সময় তিনি আরও জানান, জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বুধবার বিকেলে ফোনে বিষয়টি সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেনকে নিশ্চিত করেছেন। তাছাড়া, শুক্রবার হুসেইন মুহম্মদ এরশাদ সাতক্ষীরা (শ্যামনগর) সফর করবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির সাতক্ষীরা জেলা শাখার সভাপতি শেখ আজহার হোসেন, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু, সহ-সভাপতি নুরুল ইসলাম, অর্থ সম্পাদক দারুল হুদা লালু, সদর উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব আনোয়ার জাহিদ তপন, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা প্রজন্ম পার্টির যুগ্ম সম্পাদক রাজিবুল্লাহ রাজু, যুব সংহতি সাতক্ষীরা সদর শাখার সভাপতি আশিকুর রহমান বাপ্পি, যুগ্ম আহ্বায়ক আবু তাহের, যুব সংহতির সাবেক সভাপতি শাখাওয়াতুল করিম পিটুল, জাতীয় ছাত্র সমাজ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি কায়ছারুজ্জামান হিমেল, সাধারণ সম্পাদক একরাম, সাংগঠনিক সম্পাদক রোকনুজ্জামান সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক আলম আল রাজি রাজ প্রমুখ।

আকরাম/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।