বড়পুকুরিয়ায় কয়লাচাপা পড়ে চীনা শ্রমিক নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০২:২৫ পিএম, ০৮ নভেম্বর ২০১৮

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির বাংকারে কাজ করার সময় কয়লা ও মাটিচাপা পড়ে এক চীনা শ্রমিক নিহত হয়েছেন। এ সময় এক বাংলাদেশি শ্রমিক আহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোর ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম সান জিংসেন (৩৫)।

প্রত্যক্ষদর্শী শ্রমিকরা জানান, ভোরে ভূগর্ভ থেকে মেশিনে কয়লা উত্তলোনের সময় হঠাৎ মেশিনের সাপোর্ট বেল্ট খুলে গিয়ে বাংকারে কয়লা ও মাটি ধসে পড়ে। এ সময় এক চীনা ও এক বাংলাদেশি শ্রমিক কয়লা, মাটি ও পাথরের নিচে চাপা পড়েন। এ ঘটনায় চীনা শ্রমিক সান জিংসেন নিহত হন। 

আহতাবস্থায় বাংলাদেশি শ্রমিক রেজাউল ইসলামকে (৪৮) খনির নিজস্ব হাসপাতালে ভর্তি করা হয়েছে। খনির স্বাভাবিক কার্যক্রম চলছে।

বড়পুকুরিয়া কয়লা খনির জনসংযোগ কর্মকর্তা ও উপ-মহাব্যবস্থাপক একেএম বদরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

এমদাদুল হক মিলন/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।