সিরাজগঞ্জে বিএনপি-জামায়াতের ১১ নেতাকর্মী গ্রেফতার
সিরাজগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১০টি ককটেল ও ১২টি পেট্রলবোমাসহ বিএনপি-জামায়াতের ১১ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- উল্লাপাড়ার খালিয়াপাড়া গ্রামের আব্দুল রাউব (৪৫), কাওয়াক গ্রামের আরিফুল ইসলাম (৩২), রাজমান দহিখোলা গ্রামের হোসেন আলী (২৩), তাড়াশ উপজেলা যুবদলের সভাপতি রাজীব আহম্মেদ মাসুম (৩৪), ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন (৪০), সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ী গ্রামের বিএনপি নেতা জাহাঙ্গীর আলম (৩২), যুবদল নেতা রফিকুল ইসলাম মাহাম (৩৬), আহম্মেদ আলী (৪৫), মোখলেছুর রহমান (৩৪), যুবদল কর্মী ওমর ফারুক (৩২) ও জুয়েল রানা (২২)।
সদর থানা পুলিশের ওসি মোহাম্মদ দাউদ বলেন, বুধবার রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছয় বিএনপি-যুবদল নেতাকে গ্রেফতার করা হয়েছে। এদের বিরুদ্ধে একাধিক নাশকতার মামলা রয়েছে।
তাড়াশ থানা পুলিশের ওসি মোস্তাফিজুর রহমান বলেন, তাড়াশ বারোয়ারি বটতলা যুবদলের অফিসে অভিযান চালিয়ে যুবদল সভাপতি মাসুম ও আনোয়ারকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১২টি পেট্রলবোমা ও চারটি ককটেল উদ্ধার করা হয়।
উল্লাপাড়া থানা পুলিশের ওসি দেওয়ান কওশিক আহম্মেদ বলেন, বাখুয়া প্রাইমারি স্কলে অভিযান চালিয়ে তিন জামায়াত নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। ঘটনাস্থল থেকে ছয়টি ককটেল উদ্ধার করা হয়। বৃস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
ইউসুফ দেওয়ান রাজু/এএম/এমএস