পৃথিবীতে এসে নবজাতকের ঠাঁই হলো বাজারের ব্যাগে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ০৮:৫৩ এএম, ১৬ নভেম্বর ২০১৮

মানিকগঞ্জে বাজারের ব্যাগের ভেতর চাদরে মোড়ানো এক নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার সরুপাই-ধলাই ব্রিজের নিচ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। তবে শিশুটি মৃত।

পুলিশ ও স্থানীয়রা জানান, মেয়ে নবজাতকের লাশটি ব্রিজের নিচে একটি বাজারের ব্যাগের ভেতরে চাদরে মোড়ানো ছিল। স্থানীয়রা তা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে।

মানিকগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান জানান, নবজাতকের লাশটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে অবৈধ কোনো সম্পর্কের ফসল এই নবজাতক। এ কারণে স্বজনরাই তাকে হয়তো ফেলে রেখে গেছে। তবে এ বিষয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে।

বি.এম খোরশেদ/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।