স্ত্রীর প্রেম ঠেকাতে না পেরে স্বামীর কাণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ০১:৫৬ পিএম, ১৬ নভেম্বর ২০১৮

মেহেরপুরের গাংনীর খাসমহল গ্রামে শুক্রবার ভোরে জাহানারা খাতুন (৪০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী রেজাউলকে গ্রেফতার করা হয়েছে।

জাহানারা ওই গ্রামের রেজাউল হকের স্ত্রী ও আহম্মদ আলীর মেয়ে। পরকীয়ার অভিযোগ তুলে তাকে হত্যা করেছে বলে স্বীকার করেছেন স্বামী রেজাউল হক।

রেজাউল হক বলেন, ‘উপজেলার তেতুঁলবাড়িয়া গ্রামের হসেন আলীর ছেলে আখের আলীর সঙ্গে জাহানারার পরকীয়া প্রেম গড়ে ওঠে। বারবার বারণ করা সত্ত্বেও সে কর্ণপাত না করায় ১৫ দিন আগে তাকে বাবার বাড়ি পাঠিয়ে দেয়া হয়। তারপরও জাহানারার সঙ্গে দেখা করে তার প্রেমিক। এতে রাগে ক্ষোভে তাকে হত্যা করেছি।’

গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ সরকার জানান, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। সেইসঙ্গে গ্রেফতার করা হয়েছে স্বামী রেজাউলকে। পরকীয়ার জেরে স্ত্রীকে হত্যা করেছে বলে ১৬১ ধারায় জবানবন্দি দিয়েছেন রেজাউল। তাকে মেহেরপুর জেলহাজতে পাঠানো হয়েছে।

আসিফ ইকবাল/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।