প্রেমে ব্যর্থ হয়ে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পিরোজপুর
প্রকাশিত: ০৬:১৯ পিএম, ১৭ নভেম্বর ২০১৮
প্রতীকী ছবি

পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রেমে ব্যর্থ হয়ে রফিজুল ইসলাম (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থী কীটনাশক ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে। শনিবার ভোররাতে এ ঘটনা ঘটে।

নিহত রফিজুল উপজেলার উত্তর সোনাখালী গ্রামের কৃষক রুহুল আমীনের ছেলে ও স্থানীয় সোনাখালী মুন্সী আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্কুলছাত্র রফিজুলের সঙ্গে সহপাঠী এক ছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ নিয়ে উভয়ের মধ্যে সম্প্রতি ভুল বোঝাবুঝি হয়। গত কয়েকদিন ধরে রফিজুল মানসিক বিষন্নতায় ভুগছিল। শনিবার ভোররাতে পরিবারের সকলের অগোচরে ঘরে থাকা চালের পোকা দমনের ট্যাবলেট খেয়ে রফিজুল গুরুতর অসুস্থ হয়ে পড়ে। এ সময় স্বজনরা প্রথমে তাকে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মঠবাড়িয়া থানা পুলিশের উপ-পরিদর্শক তসলিম বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

হাসান মামুন/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।