টাঙ্গাইলে ৪ নতুন মুখ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৮:৫৩ পিএম, ২৫ নভেম্বর ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের সংসদীয় আটটি আসনের চারটিতে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন চার নতুন মুখ। রোববার দলীয় চূড়ান্ত মনোনয়ন ঘোষণার মাধ্যমে এ তথ্য জানানো হয়।

জেলার সংসদীয় আট আসনের নতুন চার মুখ হলেন- টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে তানভীর হাসান ছোটমনির, টাঙ্গাইল-৪ (ঘাটাইল) আসনে আলহাজ আতোয়ার রহমান খান, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে আহসানুল হক টিটু ও টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের।

টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে খন্দকার আসাদুজ্জামান, টাঙ্গাইল-৪ (ঘাটাইল) আসনে কারাবন্দি আমানুর রহমান খান রানা, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে খন্দকার আব্দুল বাতেন ও টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে অনুপম শাহজাহান জয় আওয়ামী লীগের বর্তমান এমপি। এবার তারা বাদ পড়েছেন।

এছাড়া এমপি হয়েও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন- টাঙ্গাইল-১ (ধনবাড়ী-মধুপুর) আসনে সাবেক মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে হাছান ইমাম খান সোহেল হাজারী, টাঙ্গাইল-৫ (সদর) আসনে আলহাজ ছানোয়ার হোসেন ও টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে মো.একাব্বর হোসেন।

আরিফ উর রহমান টগর/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।