আ.লীগের প্রার্থী ঘোষণার দাবিতে সড়ক অবরোধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০৩:০৪ পিএম, ২৬ নভেম্বর ২০১৮

জামালপুর-৫ সদর আসনে আওয়ামী লীগ নেতা ও এফবিসিসিআইয়ের পরিচালক রেজাউল করিম রেজনুকে দলীয় প্রার্থী ঘোষণার দাবিতে জামালপুরের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ, বিক্ষোভ ও মানববন্ধন করেছেন তার সমর্থকরা।

সোমবার সকাল থেকে তার সমর্থকরা সদর উপজেলার বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন। এ সময় জামালপুর শহরসহ জামালপুর-ময়মনসিংহ এবং জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের বেশ কয়েকটি পয়েন্টে সড়ক অবরোধ করায় ঘণ্টাব্যাপী যোগাযোগ বন্ধ থাকে। এছাড়াও শহরে দোকানপাট বন্ধ রাখেন ব্যবসায়ীরা।

jamalpur-pic

এ সময় বক্তারা বলেন, রেজনুকে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ঘোষণা না করায় তৃণমূলের নেতাকর্মী ভোটারা হতাশ হয়েছেন। তাই আওয়ামী লীগের আসনখ্যাত সদর আসনটি ধরে রাখতে প্রার্থী ঘোষণার বিষয়টি পুনর্বিবেচনার জন্য দলীয় নেত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানান।

এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।