নড়াইলে মাশরাফিকে নিয়ে মহিলা লীগের মিছিল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নড়াইল
প্রকাশিত: ০৬:২৯ পিএম, ২৬ নভেম্বর ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে আওয়ামী লীগের মনোনয়ন দেয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ মিছিল করেছে মহিলা লীগ।

সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে মাশরাফি ভক্তদের আয়োজনে আনন্দ মিছিলটি জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু চত্বরে গিয়ে শেষ হয়। পরে একই স্থানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

jagonews

সমাবেশে বক্তব্য দেন- জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক সঞ্জিবা হক রীপা, সদস্য সঞ্চিতা হক রিক্তা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম বাবল প্রমুখ।

মিছিলে মাশরাফির ভক্তবৃন্দসহ স্থানীয় যুবলীগ, মহিলা লীগ, স্বেচ্ছাসেবকলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় নৌকা নৌকা, মাশরাফি ভাইয়ের নৌকা- বলে স্লোগান দেন নেতাকর্মীরা।

হাফিজুল নিলু/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।