বোমা ফেলে পালাল তারা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৪:১৯ পিএম, ০৬ ডিসেম্বর ২০১৮

যশোরের বেনাপোল পোর্ট থানার ছোটআঁচড়া গ্রামের আব্দুল আজিজের পরিত্যক্ত বাড়ি থেকে বৃহস্পতিবার সকালে তিনটি শক্তিশালী হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।

বেনাপোল পোর্ট থানা পুলিশের এএসআই আলমগীর হোসেন বলেন, ছোটআঁচড়া গ্রামের আব্দুল আজিজের পরিত্যক্ত বাড়ির মধ্যে কয়েকজন সন্ত্রাসী বোমা নিয়ে অবস্থান করছে- এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালালে পুলিশ দেখে সন্ত্রাসীরা একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়।

পরে ব্যাগের মধ্য থেকে তিনটি শক্তিশালী হাতবোমা উদ্ধার করা হয়। বোমা তিনটি থানায় এনে নিষ্ক্রিয় করা হয়েছে। বোমাগুলো নিয়ে তারা কেন সেখানে অবস্থান করছিল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান এএসআই আলমগীর।

জামাল হোসেন/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।