৩০ ডিসেম্বর ধানের শীষের বিরুদ্ধে জবাব দিন : তোফায়েল
ভোলা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ২০০১ সালে ক্ষমতায় থাকাকালে মানুষের ওপর সীমাহীন অত্যাচার করেছিল বিএনপি। মানুষ আজও সেই অত্যাচারের কথা ভুলেনি।
তিনি বলেন, আগামী ৩০ ডিসেম্বর ব্যালটের মাধ্যমে ধানের শীষের বিরুদ্ধে ভোট দিয়ে বিএনপির সেই নির্যাতন, অত্যাচারের জবাব দিন।
সোমবার সকালে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে একাদশ সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ পাওয়ার পর নেতাকর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি।
তোফায়েল আহমেদ বলেন, আজ থেকে আমাদের নির্বাচনী প্রচার শুরু হলো। জনগণের কাছে যাব। এখানে আমিসহ আমাদের চারজন এমপি নদীভাঙন রোধে কাজ করেছি। ভোলার ৪টি আসনে আবার আওয়ামী লীগ জয়ী হবে এবং শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করব আমরা।
দুপুরে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক বিভিন্ন প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন। এ সময় ভোলা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী তোফায়েল আহমেদের হাতে নৌকা প্রতীক তুলে দেন রিটার্নিং অফিসার।
এদিন ভোলা জেলার ৪টি আসনে আওয়ামী লীগ, বিএনপি, ইসলামী আন্দোলন, জাতীয় পার্টি ও কমিউনিস্ট পার্টির প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়।
এএম/পিআর