ছয় মাস বয়সী শিশুর প্রাণ ঝরলো সড়কে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নরসিংদী
প্রকাশিত: ০২:০৫ পিএম, ১৩ ডিসেম্বর ২০১৮
ছবি-প্রতীকী

নরসিংদীর ভাটপাড়া এলাকায় পিকআপ ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ছয় মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৬ জন।

বৃহস্পতিবার দুপুরে ঘোড়াশাল-টঙ্গি আঞ্চলিক সড়কের ভাটপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু মেঘলা শিবপুর উপজেলার মজলিসপুর গ্রামের শাখাওয়াত হোসেনের মেয়ে।

পুলিশ জানিয়েছে, শাখাওয়াত হোসেন শিবপুর থেকে প্রাইভেটকারযোগে ঢাকায় যাচ্ছিলেন। গাড়িটি ঘোড়াশাল টঙ্গি আঞ্চলিক সড়কের ভাটপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকাপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি ছিটকে রাস্তার পাশে গিয়ে পড়ে। এ সময় ঘটনাস্থলেই মারা যায় শিশু মেঘলা।

পরে নরসিংদী দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাইভেটকারের ভেতর থেকে আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে পাঠায়।

নরসিংদী ফায়ার স্টেশনের সহকারী পরিচালক শফিকুল ইসলাম ভূইয়া বলেন, দুইটি গাড়িই দ্রুত গতিতে চলছিল। এ সময় পিকআপটি প্রাইভেটকারের উপরে উঠে যায়। এতে একজন নিহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় আরও ৬ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সঞ্জিত সাহা/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।