ড. কামাল হোসেনের বিরুদ্ধে থানায় অভিযোগ ইবি শিক্ষকের

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ইসলামী বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ১১:২৭ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৮

 

শুক্রবার সকালে ঢাকার শহীদ বেদীতে সাংবাদিকেদের সাথে ঘটে যাওয়া ঘটনায় ড. কামাল হোসেনের বিরুদ্ধে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি অভিযোগ করেছেন দৈনিক বাংলাদেশ সময়ের ভারপ্রাপ্ত সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের ফোকলোর স্টাডিজ বিভাগের শিক্ষক মিঠুন মোস্তাফিজ। তিনি শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয় থানায় একটি লিখিত অভিযোগ করলে তা সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে গ্রহণ করে ইবি থানা।

বিষয়টি নিশ্চিত করে থনার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জাগো নিউজকে বলেন, ‘অভিযোগটি জিডি হিসেবে গ্রহণ করেছি। যেহেতু ঘটনাস্থল ঢাকায় তাই এটি ডিএমপির দারুস সালাম থানায় হস্তান্তর করা হবে।’

তবে দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামান জাগো নিউজকে বলেন, ‘আমি এখনও কুষ্টিয়া থেকে এ ধরনের কোনো ফরোয়ার্ড জিডি পাইনি।’

অভিযোগে ওই শিক্ষক উল্লেখ করেন, ‘আজ (শুক্রবার) ঢাকায় শহীদ বেদীতে ড. কামাল হোসেনকে আগামী নির্বাচনে জামায়াতের প্রশ্নে ঐক্যফ্রন্টের অবস্থান নিয়ে প্রশ্ন করলে তিনি সাংবাদিকদের সম্মানহানি করেন। এমনকি তিনি সাংবাদিকদের হুমকি ও ভয়-ভীতি দেখান।’

অভিযোগকারী শিক্ষক মিঠুন মোস্তাফিজ জাগো নিউজকে বলেন, ‘জাতির এ ক্রান্তিকালে তিনি ডিজিটাল ডিভাইসে সরাসরি সম্প্রচাররত অবস্থায় সাংবাদিকদের সম্মানহানি করেছেন এবং ভীতি প্রদর্শন করেছেন। যা একজন সাংবাদিক হিসেবে আমার জন্যও লজ্জাস্কর।’

উল্লেখ্য, অভিযোগকারী মিঠুন মোস্তাফিজ সিরাজগঞ্জ-৩ আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছিলেন।

ফেরদাউসুর রহমান সোহাগ/এমবিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।