ফেসবুকে প্রধানমন্ত্রীর বিকৃত ছবি পোস্ট করে যুবক আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৮:৫৯ এএম, ১৫ ডিসেম্বর ২০১৮

পটুয়াখালীর গলাচিপায় ফেসবুকে প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে পোস্ট করায় শাহীন আলম (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোনটি জব্দ করা হয়েছে। শুক্রবার রাতে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে পোস্ট করায় শাহীন আলমকে (২৫) আটক করে স্থানীয় জনগণ। পরে তার পোস্টকৃত ছবি ডাউনলোড করে পুলিশের কাছে দেয়। যাচাই বাছাই করার জন্য শাহিনকে আটক করে গলাচিপা থানা পুলিশ।

আটক শাহীন উপজেলার বোয়ালিয়া এলাকার রাজ্জাক হাওলাদারের ছেলে।

গলাচিপা থানা পুলিশের ওসি আকতার মোরশেদ জানান, মানহানীকর তথ্য প্রকাশের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হবে।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।