নিরুত্তাপ মাগুরা-২ আসন
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-২ আসনে প্রচার প্রচারণায় তুঙ্গে রয়েছে মহাজোট মনোনীত প্রার্থী ড. বীরেন শিকদার। গণসংযোগ, পথসভা, উঠান বৈঠক ও জনসভাসহ নানা কর্মসূচির মাধ্যমে ভোটারদের দারে দারে গিয়ে নৌকার পক্ষে জনসমর্থন বৃদ্ধি করে চলেছেন তিনি। নৌকার পোস্টার ব্যানের ছেয়ে গেছে প্রত্যন্ত গ্রাম।
অপরদিকে বিএনপি মনোনীতি প্রার্থী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী নির্বাচনী মাঠ ছেড়ে দিয়েছেন বলে অধিকাংশ নেতাকর্মী দাবি করছেন। ফলে ভোটের মাঠে লড়াইয়ের আভাস মিলবে না বলে আশঙ্কা করছেন সাধারণ ভোটাররা।
এ ব্যাপারে মাগুরা-২ আসনের অধিকাংশ তরুণ ভোটাররা জানান, মহাজোট মনোনীতি প্রার্থী ডক্টর বীরেন শিকদার ক্ষমতায় এসে প্রতুশ্রুতি অনুযায়ী মধুমতি নদীর উপর শেখ হাসিনা সেতু, রাস্তা-ঘাটসহ এলাকায় ব্যাপক উন্নয়ন করেছেন। ফলে উন্নয়নের এ অগ্রযাত্রা অব্যাহত রাখতেই স্থানীয়রা কোমর বেঁধে কাজ করছেন।
অপরদিকে বিএনপি মনোনীত প্রার্থী প্রচার প্রচারণা ছেড়ে দিয়ে ভোটের মাঠ পরিষ্কার করছেন বলেও অভিযোগ উঠেছে। তবে এ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মোস্তফা কামালকে তার নির্বাচনী এলাকায় দলীয় প্রতীকের পক্ষে মাঝেমধ্যে সভা-সমাবেশ করতে দেখা গেছে।
উল্লেখ্য, মাগুরা-২ আসনে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে আওয়ামী লীগের ডক্টর বীরেন শিকদার, বিএনপির নিতাই রায় চৌধুরী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মোস্তাফা কামালকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
আরাফাত হোসেন/এফএ/জেআইএম