যৌথ অভিযানে বিএনপির ৭ নেতা আটক

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক ঈশ্বরদী (পাবনা)
প্রকাশিত: ০৪:২২ পিএম, ১৭ ডিসেম্বর ২০১৮
প্রতিকী ছবি

পাবনার ঈশ্বরদীতে যৌথ অভিযান চালিয়ে বিএনপির সাতজন নেতাকে আটক করা হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকা থেকে সোমবার ভোরে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- পাবনা জেলা বিএনপির বৃত্তি বিষয়ক সম্পাদক অধ্যাপক আজমল হোসেন সুজন, সাবেক ভিপি রেজাউল করিম শাহিন, যুবদলের যুগ্ম সম্পাদক বাচ্চু মিয়া, পাকশী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম, বিএনপি নেতা সুলভ মালিথা, ইদ্রিস আলী মালিথা ও রবিউল ইসলাম।

ঈশ্বরদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন বিশ্বাস এবং বিএনপি প্রার্থী হাবিবুর রহমান হাবিব আটকের বিষয়টি জানিয়েছেন।

পাবনা-৪ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী হাবিবুর রহমান হাবিব বলেন, আওয়ামী লীগের এ নির্বাচন একটি প্রহসনের নির্বাচন। তাদের কোনো জনপ্রিয়তা নেই। কোথাও কোনো ভোট নেই। পরাজয় নিশ্চিত জেনে সারা দেশে বিএনপির নেতাকর্মীদের বিনা কারণে আটক করছে। ঈশ্বরদীতে যৌথ অভিযান চালিয়ে সাত নেতাকে আটক করেছে। তাদের বিরুদ্ধে কোনো মামলা নেই।

ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী বলেন, র্যাব ও ডিবি পুলিশের একটি যৌথ বাহিনী অভিযান চালিয়ে সাতজনকে আটক করেছে। এ ব্যাপারে থানায় কোনো তথ্য না থাকায় আটকদের বিষয়ে বিস্তারিত কিছু জানা নেই আমার।

আলাউদ্দিন আহমেদ/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।