স্বামীর জন্য ধানের শীষে ভোট চাইলেন নাসিমা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বরিশাল
প্রকাশিত: ০৯:৪৪ পিএম, ১৮ ডিসেম্বর ২০১৮

বরিশাল-৫ আসনে বিএনপি প্রার্থী মজিবর রহমান সরোয়ারের পক্ষে প্রচারণায় নেমেছেন তার স্ত্রী নাসিমা সরোয়ার। স্বামীর জন্য বরিশাল-৫ আসনের ভোটারদের কাছে ধানের শীষে ভোট চান তিনি।

মঙ্গলবার দিনভর নাসিমা সরোয়ার বৃষ্টি মাথায় নিয়ে বিএম কলেজ, নতুনবাজারসহ নগরীর বিভিন্ন এলাকায় স্বামীর পক্ষে গণসংযোগ করেন।

নাসিমা সরোয়ার বলেন, মজিবর রহমান সরোয়ার দলীয় কাজে ঢাকায় অবস্থান করছেন। এ কারণে তার পক্ষে প্রচারণায় নেমেছি আমি। মজিবর রহমান সরোয়ারে বাড়ির চারপাশে পুলিশ অহেতুক নেতাকর্মীদের হয়রানি করছে। প্রচার-প্রচারণায় বাধা দিচ্ছে। এই পুলিশ জনগণের পুলিশের মতো আচরণ করছে না। এই পুলিশ বাংলাদেশ পুলিশ নয়, পুলিশ লীগের মতো আচরণ করছে। বরিশালের জনগণ ধানের শীষ ভালোবাসে বলেই বিএনপিকে জয়ী করবে।

barishal1

এদিকে, বৃষ্টি উপেক্ষা করে দিনভর গণসংযোগ করেছেন বরিশাল-৫ (সদর-মহানগর) আসনে আওয়ামী লীগের প্রার্থী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম।

দুপুরে তিনি নবগ্রাম রোড এলাকায় গণসংযোগসহ প্রচারপত্র বিতরণ করেন। এ সময় তিনি বলেন, এই আসন থেকে মজিবর রহমান সরোয়ার চারবার এমপি নির্বাচিত হলেও বরিশালের উন্নয়ন করতে পারেননি। জনগণ বরিশাল সদর আসনের উন্নয়নের জন্য নতুন মুখ দেখতে চান। নৌকা প্রতীকে ভোট দিলে বরিশালের উন্নয়ন হবে।

সাইফ আমীন/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।