জয়পুরহাটে আ.লীগের নির্বাচনী অফিসে ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ১১:০১ এএম, ২৪ ডিসেম্বর ২০১৮

জয়পুরহাট সদর উপজেলার চকবরকত ও পুরানাপৈল আওয়ামী লীগের নির্বাচনী অফিসে সোমবার রাতে ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে দৃবৃর্ত্তরা।

জয়পুরহাট সদর থানা পুলিশের ওসি সিরাজুল ইসলাম জানান, সোমবার দিবাগত গভীর রাতে চকবরকত ও পুরাণাপৈলে দু’টি নির্বাচনী অফিসে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে চেয়ার টেবিল ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত অব্যাহত রেখেছে। অভিযোগ পাওয়া গেলে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

রাশেদুজ্জামান/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।