ভোটের মাঠে এগিয়ে সাইফুজ্জামান শিখর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাগুরা
প্রকাশিত: ১১:১৫ এএম, ২৪ ডিসেম্বর ২০১৮

নিজ এলাকার সকল রাজনৈতিক দ্বন্দ্ব-বিরোধ মিটিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রধানমন্ত্রীর সাবেক সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখর। ফলে বিরোধপূর্ণ এলাকার জনসাধারণের মধ্যে অনেকটাই স্বস্তি ফিরে এসেছে। আর অন্যান্য প্রতিদ্বন্দ্বীদের তুলনায় অনেকটাই এগিয়ে আছেন শিখর।

সদর ও শ্রীপুর উপজেলা নিয়ে মাগুরা-১ আসনটি গঠিত। এ আসনে শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিঞা কুটি এবারের নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হয়ে মনোনয়নপত্র জমা দিলেও পরে তার মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। এছাড়া এ আসনে জাসদের নেতৃস্থানীয় ব্যক্তিরাও নৌকার হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করছে।

সাধারণ ভোটাররা জানান, এ আসনে জাতীয় পার্টির মো. হাসান সিরাজও আওয়ামী লীগের হয়ে কাজ করছেন।

অন্যদিকে এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনোয়ার হোসেন খান পেট্রোল বোমা হামলার মামলায় জেল হাজতে রয়েছেন।

তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মো. নাজিরুল ইসলামকে নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে মাঝে মধ্যে দলীয় প্রতীকের পক্ষে কাজ করতে দেখা যাচ্ছে।

এছাড়া এসব আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)’র এমএ আউয়াল, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) কাজী তৌহিদুল আলম, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ)’র কেএম মোতাসিন বিল্লাকে নির্বাচনী মাঠে তেমন উত্তাপ ছড়াতে দেখা যাচ্ছে না। আর এসব ঘটনার মধ্য দিয়ে শিখর নির্বাচনের পথে এক ধাপ এগিয়ে রয়েছেন বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

আরাফাত হোসেন/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।