নির্বাচন কমিশন দক্ষতার সঙ্গে কাজ করছে : তোফায়েল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০২:১৯ পিএম, ২৭ ডিসেম্বর ২০১৮

ভোলা-১ (সদর) আসনে আওয়ামী লীগের প্রার্থী ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপির মহাসচিব ও ঐক্যফ্রন্টের নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য নির্বাচন কমিশনকে নিয়ে নানা কথা বলছেন। কিন্তু নির্বাচন কমিশন দক্ষতার সঙ্গে নির্বাচন পরিচালনা করছে।

বৃহস্পতিবার সকালে ভোলা সদরের বাপ্তা ইউনিয়নে গণসংযোগকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, ৩০ ডিসেম্বর সবাই ঐক্যবদ্ধ হয়ে ভোট কেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দেবে। নির্বাচন অবাধ, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক হবে। এখন সশস্ত্র বাহিনী মোতায়েন করা হয়েছে।

তিনি আরও বলেন, ২০০১ সালে বিএনপি ক্ষমতায় এসেছিল, তখন ভোলার মানুষ শান্তিতে থাকতে পারেনি। আবার যদি ক্ষমতায় বিএনপি আসতে পারে তাহলে একই অবস্থা হবে।

তোফায়েল বলেন, আবারও আওয়ামী লীগ ক্ষমতায় আসলে ভোলা-বরিশাল ব্রিজ হবে। ভোলার প্রতিটি গ্রামে গ্রামে গ্যাস সংযোগ পৌঁছে যাবে।

এ সময় ভোলা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম নকিব, বাপ্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়ানুর রহমান বিপ্লব মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।

আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।