চাঁদপুরের বিভিন্ন স্থানে সংঘর্ষ
চাঁদপুর-৩ হাইমচর আসনে উত্তর আলমদিতে পুলিশ ও বিএনপি সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার সকালের এ ঘটনায় পুলিশের গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে চাঁদপুর-৫ আসনের কয়েকটি কেন্দ্রে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। হাসপাতালে ভর্তি রয়েছেন ১৫ জন। তবে আহতদের মধ্যে আওয়ামী লীগের ৪-৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
পৃথক এসব ঘটনায় কাউকে আটকের খবর পাওয়া যায়নি।
ইকরাম চৌধুরী/এফএ/এমকেএইচ