কনক চাঁপাসহ বিএনপির ৫ প্রার্থীর ভোট প্রত্যাখ্যান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৫:৪৬ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৮

ঐক্যফ্রন্টের ধানের শীষ প্রতীকের সিরাজগঞ্জ-১ আসনের প্রার্থী কণ্ঠশিল্পী রুমানা মোরশেদ কনক চাঁপা, ২-আসনের প্রার্থী রুমানা মাহমুদ, ৩-আসনের প্রার্থী আব্দুল মান্নান তালুকদার, ৪-আসনের প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান ও ৫ আসনের প্রার্থী আমিরুল ইসলাম খান আলীম ভোট প্রত্যাখ্যান করেছেন।

রোববার বিকেলে সিরাজগঞ্জের ছয়টি আসনের ঐক্যফ্রন্টের ধানের শীষের জেলা বিএনপির নির্বাচন সমন্বয়ক হারুন অর রশিদ খান হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিপুল ভোট কারচুপি ও কেন্দ্র থেকে ঐক্যফ্রন্টের ধানের শীষ প্রতীকের এজেন্টদের বের করে দেয়ায় এসব প্রার্থী ভোট প্রত্যাখ্যান করেছেন।

সিরাজগঞ্জ-৪ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খানের প্রধান নির্বাচনী এজেন্ট ও উল্লাপাড়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাজাহান আলী জানান, ভোট কারচুপির অভিযোগে ধানের শীষের এসব প্রার্থী ভোট প্রত্যাখ্যান করেছেন।

ইউসুফ দেওয়ান রাজু/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।