চাঁদপুরের ৪টি আসনের বিএনপি প্রার্থীর ভোট বর্জন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৫:৫২ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৮

কেন্দ্র দখল ও ভোট কারচুপির অভিযোগ এনে চাঁদপুর-১, চাঁদপুর-২, চাঁদপুর-৪ ও চাঁদপুর-৫- এ ৪টি আসনের বিএনপি প্রার্থীরা নির্বাচন বর্জন করেছেন। রোববার তারা সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন।

জেলার ৫টি আসনের মধ্যে রোববার দুপুরের ২টা নাগাদ নির্বাচন বর্জনের ঘোষণা দেন চাঁদপুর-১ আসনের বিএনপি প্রার্থী মোশারফ হোসেন, চাঁদপুর-২ আসনের প্রার্থী ড. জালাল উদ্দিন, চাঁদপুর-৪ আসনের প্রার্থী হারুনুর রশিদ ও চাঁদপুর-৫ আসনের প্রার্থী ইঞ্জিনিয়ার মমিনুল হক।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ইকরাম চৌধুরী/আইএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।