ইউপি চেয়ারম্যান গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৯:৪৩ পিএম, ০৩ জানুয়ারি ২০১৯

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহিদ রানা টিপুকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ইউনিয়ন পরিষদ চত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার শহিদ রানা টিপু একাধিক মাদক ও হত্যা মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে থাকলেও নির্বাচনকে সামনে রেখে প্রকাশ্যে আসেন।

চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম জানান, আইয়ুব আলী হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি শাহিদ রানা টিপুকে বৃহস্পতিবার দুপুরে ইউনিয়ন পরিষদ চত্বর থেকে গোয়েন্দা পুলিশ গ্রেফতার করেছে। দীর্ঘদিন তিনি পলাতক ছিলেন।

আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।