হুন্ডির ৫ লাখ টাকাসহ ভারতীয় যুবক গ্রেফতার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৫:২৪ পিএম, ০৯ জানুয়ারি ২০১৯

বেনাপোল চেকপোস্ট এলাকা থেকে পাঁচ লাখ হুন্ডির টাকাসহ জাকিরুল গাজী (২৯) নামের এক ভারতীয় যুবককে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে চেকপোস্ট আমদানি-রফতানি গেট থেকে টাকাসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার জাকিরুল গাজী ভারতের উত্তর চব্বিশ পরগনার বনগাঁর জয়পুর এলাকার শামসুর রহমান গাজীর ছেলে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের নায়েব সুবেদার আবুল কাশেম মোল্লার নেতৃত্বে বিজিবির একটি টহল দল চেকপোস্টের আমদানি-রফতানি গেট থেকে ভারতীয় যুবক জাকিরুল গাজীকে গ্রেফতার করে। পরে ক্যাম্পে এনে তার দেহ তল্লাশি করে বাংলাদেশি ৫ লাখ হুন্ডির টাকা উদ্ধার করা হয়।

যশোর-৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক বলেন, জাকিরুল গাজীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা একটি করা হয়েছে।

জামাল হোসেন/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।