স্কুল মাঠে ককটেল বিস্ফোরণে দুই ভাই আহত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রংপুর
প্রকাশিত: ০৭:২৩ পিএম, ০৯ জানুয়ারি ২০১৯

রংপুরে পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে নিশাত (১৫) ও নুর আলম (১০) নামে দুই পথশিশু আহত হয়েছে। বুধবার দুপুরে রংপুর জিলা স্কুল মাঠে এ ঘটনা ঘটে। আহত দুই শিশুকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিশাত নগরীর কেরানীপাড়া জামতলা মসজিদ সংলগ্ন এলাকার এরশাদুল হকের এবং নুর আলম একই এলাকার রশিদুল হকের ছেলে। তারা সম্পর্কে চাচাতো-জ্যাঠাতো ভাই।

ওই দুই শিশুর বরাত দিয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মাহাতাব উদ্দিন জানান, আহত নিশাত ও নুর আলম বৃহস্পতিবার দুপুরের দিকে জিলা স্কুল মাঠে কাগজ কুড়াতে যায়। এ সময় মাঠের উত্তর-পশ্চিম কোণে তারা দুইটি ককটেল দেখতে পেয়ে তা বল ভেবে হাতে নিয়ে খেলতে থাকে। কিছুক্ষণ খেলার পর ককটেল দুটি রেখে গাছের পাতা কুড়িয়ে সেই পাতায় আগুন লাগিয়ে দেয় তারা। আগুনের পাশে ককটেল দু’টি থাকায় তাপ পেয়ে তা বিস্ফোরিত হয়। এতে নিশাতের বাম হাত ও নুর আলমের মুখ ঝলসে যায়। খবর পেয়ে স্থানীয়রা ওই দুই শিশুকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

এসআই মাহাতাব উদ্দিন বলেন, স্কুলমাঠে ককটেল কীভাবে এলো সে বিষয়ে পুলিশ অনুসন্ধান করবে।

জিতু কবীর/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।