লক্ষ্মীপুরে পৃথক ঘটনায় নিহত ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ১২:৫৮ পিএম, ১৮ জানুয়ারি ২০১৯

লক্ষ্মীপুরে ট্রাকচাপায় ও গাছ কাটার দড়ি ছিঁড়ে দুইজন নিহত হয়েছেন। শুক্রবার সকালে সদর উপজেলার মজু চৌধুরী হাট ও মান্দারি বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার চররমনী গ্রামের দরবার শরীফ এলাকার সুমি আক্তার ও পূর্ব মান্দারি গ্রামের এনায়েত উল্যা মাস্টার বাড়ির মো. শাহজাহান।

নিহতের স্বজনরা জানান, উপজেলার মজু চৌধুরী হাট সড়কে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী জয়দল বন্ধসী ও তার স্ত্রী সুমি আক্তার গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক সুমিকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে মান্দারি বাজারে গাছ কাটার দড়ি ছিঁড়ে মো. শাহজাহান নামে এক পথচারী গুরুতর আহত হন। তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

কাজল কায়েস/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।