খোঁজ নেই ২০ শ্রমিক নিয়ে ডুবে যাওয়া ট্রলারের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সীগঞ্জ
প্রকাশিত: ০৮:৫৩ পিএম, ১৮ জানুয়ারি ২০১৯

মুন্সিগঞ্জের মেঘনা নদীতে মাটিবোঝাই ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ ২০ জনের কাউকে উদ্ধার করা যায়নি। তিনদিনেও খোঁজ মেলেনি ২০ শ্রমিক নিয়ে ডুবে যাওয়া মাটিবোঝাই ট্রলারের।

শুক্রবারও চলে উদ্ধার কার্যক্রম। কিন্তু ‘জাকির দেওয়ান’ নামের ওই ট্রলারের খোঁজ পায়নি উদ্ধারকারী দল। সন্ধ্যা পর্যন্ত ট্রলারের খোঁজ না মেলায় আজকের মতো উদ্ধারকাজ সমাপ্ত করে উদ্ধারকারী দল।

2

মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে মুন্সিগঞ্জের গজারিয়া ও চাঁদপুরের মতলবের সীমান্তবর্তী কালিপুরা (ষোলআনি) এলাকার মেঘনা নদীতে এ ট্রলারডুবির ঘটে।

ট্রলারটিতে থাকা ৩৪ শ্রমিকের মধ্যে ১৪ জন শ্রমিক সাঁতরে তীরে উঠলেও এখনও নিখোঁজ রয়েছেন অন্তত ২০ জন। ডুবে যাওয়া ট্রলার ও নিখোঁজ শ্রমিকদের সন্ধানে মুন্সীগঞ্জ সদরের চরঝাপটা ও গজারিয়া উপজেলার কালিপুরা গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে বিআইডব্লিউটিএ, নৌ-পুলিশ, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড উদ্ধার তৎপরতা চালায়।

3

পাশাপাশি উদ্ধার তৎপরতায় যুক্ত হয় বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ। শুক্রবার পর্যন্ত ট্রলারটি উদ্ধার করা যায়নি। পরবর্তীতে আজকের জন্য উদ্ধার কার্যকক্র বন্ধ রাখা হয়।

Photo-munshiganj-18.01,19-(

গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান বলেন, ঘন কুয়াশার কারণে আজকের জন্য উদ্ধার কার্যক্রম স্থগিত করা হয়েছে। মেঘনার বিভিন্ন পয়েন্টে উদ্ধারকাজ পরিচালনা করা হয়েছে। নৌ-বাহিনীর উদ্ধারকারী জাহাজ প্রত্যয় ও ঢাকা ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারকাজ চালিয়েছে। তিনদিনেও খোঁজ মেলেনি ওই ট্রলার এবং শ্রমিকদের।

ভবতোষ চৌধুরী নুপুর/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।