মেঘনায় ডুবে যাওয়া ট্রলারের মালিক গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সীগঞ্জ
প্রকাশিত: ০৫:৪০ পিএম, ২০ জানুয়ারি ২০১৯

মুন্সীগঞ্জ ও চাঁদপুর সীমানাধীন মেঘনা নদীতে ডুবে যাওয়া মাটিবাহী ট্রলারের মালিক জাকির দেওয়ানকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুরে তাকে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গজারিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশীদ জানান, দুপুরে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করে জাকির দেওয়ানকে মুন্সীগঞ্জ এনে আদালতে পাঠানো হয়েছে।

গত বুধবার ভোর ৪টার দিকে প্রায় ৩৪ জন শ্রমিক নিয়ে মাটিবোঝাই ওই ট্রলারডুবির ঘটনা ঘটে। এ সময় ১৪ শ্রমিক সাঁতরে তীরে উঠলেও নিখোঁজ হন আরও ২০ শ্রমিক। শুক্রবার রাতে ডুবে যাওয়া ট্রলারের সারেন ও মালিকসহ অজ্ঞাত মালবাহী ট্যাঙ্কারের ড্রাইভারের বিরুদ্ধে গজারিয়া থানায় মামলা দায়ের করে নিখোঁজের স্বজনরা। এ ঘটনায় এখন পর্যন্ত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ভবতোষ চৌধুরী নুপুর/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।