চাঁপাইনবাবগঞ্জে জঙ্গি ধরতে ১৫ বাড়িতে অভিযান, আটক ১

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৯:৪০ এএম, ২২ জানুয়ারি ২০১৯

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিবনারায়ণপুর এলাকায় হলি আর্টিসান হামলায় জড়িত জঙ্গিদের ধরতে অভিযান চালিয়েছে র‌্যাব। এ সময় মনিরুল ইসলাম নামে সন্দেহজনক একজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার ভোররাতে এ অভিযান চালানো হয়।

আটক মনিরুল ইসলাম শিবনারায়ণপুর গ্রামের মৃত কফিল উদ্দীনের ছেলে।

র‌্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল মাহবুবুল আলম জানান, হলি আর্টিসান হামলায় জড়িত এক বা একাধিক জঙ্গি এই এলাকায় অবস্থান করছে- এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোররাত থেকে সকাল ৮টা পর্যন্ত শিবগঞ্জ উপজেলার শিবনারায়ণপুর গ্রামের প্রায় ১৫টি বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে জঙ্গিরা পালিয়ে যায়। তবে মনিরুল ইসলাম নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

আব্দুল্লাহ/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।