পেঁয়াজের ট্রাকে এক কেজি হেরোইন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ১২:০৪ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০১৯

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার দ্বারিয়াপুর থেকে এক কেজি ৫০ গ্রাম হেরোইনসহ একজনকে আটক করেছে র‌্যাব। এ সময় একটি ট্রাকও জব্দ করা হয়েছে।

আটক মনিরুল ইসলাম (৫০) চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বেলেপুকুর মহল্লার সাইদুর রহমানের ছেলে।

র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল বৃহস্পতিবার রাত পৌনে ১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের দ্বারিয়াপুর ট্রাক টার্মিনালের সামনে একটি ট্রাকে অভিযান চালায়।

এ সময় মাদক ব্যবসায়ী মনিরুলকে আটক করে। পরবর্তীতে তার স্বীকারোক্তি মতে ওই ট্রাক তল্লাশি করে এক কেজি ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এসময় ট্রাকে লোডকৃত ১৬ হাজার ৫৪০ কেজি পেঁয়াজসহ ট্রাকটি জব্দ করে র‌্যাব।

আব্দুল্লাহ/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।