শ্বশুর-শাশুড়ির সামনে পুত্রবধূর আত্মহত্যা
সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুর এলাকায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন গৃহবধূ আখি বসু (২১)। মঙ্গলবার বেলা ১১টার দিকে ঘরের মধ্যে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি।
তবে তার আত্মহত্যার সঠিক কারণ জানা যায়নি। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধূর শ্বশুর সন্তোষ বোস ওরফে এসকে বোস ও শাশুড়ি অশোকা রানী বোস আটক করেছে পুলিশ। গৃহবধূ আখি বসু ব্রহ্মরাজপুর গ্রামের অরুপ বোসের স্ত্রী ও যশোরের কেশবপুর উপজেলার গোবিন্দ বসুর মেয়ে।
স্থানীয় ইউপি সদস্য রেজাউল ইসলাম বলেন, অরুপ বোসের দ্বিতীয় স্ত্রী আখি বসু। স্ত্রীকে নির্যাতনের কারণে প্রথম স্ত্রী তাকে ছেড়ে চলে যায়। পরে আবার দ্বিতীয় বিয়ে করেন। স্ত্রীকে নির্যাতন করতো বিভিন্ন সময়। শ্বশুর-শাশুড়ির উপস্থিতিতে পুত্রবধূ আত্মহত্যা করতে পারে না।

সাতক্ষীরা সদর থানা পুলিশের সাব-ইন্সপেক্টর হাসানুজ্জামান জাগো নিউজকে বলেন, দুই বছর আগে বিয়ে হয়েছে তাদের। পারিবারিক কলহের জের ধরে বাড়িতে শ্বশুর-শাশুড়ির সামনে আত্মহত্যা করেছে আখি বসু এমনটা শুনেছি। সকালে তার স্বামী অরুপ বোস বাড়িতে ছিলেন না। তবে শ্বশুর-শাশুড়ি বাড়িতে ছিলেন। এটা হত্যা না আত্মহত্যা খতিয়ে দেখা হচ্ছে। এখনো সঠিক কারণ জানা যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য শ্বশুর ও শাশুড়িকে আটক করা হয়েছে।
এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন সদর থানা পুলিশের ওসি মোস্তাফিজুর রহমান।
আকরামুল ইসলাম/এএম/জেআইএম