গভীর রাতে অসহায় মানুষের ঘরে পুলিশ সুপার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৬:২৫ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৯

গভীর রাতে অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে শীতবস্ত্র পৌঁছে দিয়েছেন নাটোর জেলা পুলিশ সুপার সাইফুল্লাহ আল-মামুন। মঙ্গলবার রাত ২টার দিকে উপজেলার চৌগ্রাম ও পৌর শহরের আশ্রয়হীন পল্লী নিবাসে প্রায় দুই শতাধিক দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে এসব শীতবস্ত্র পৌঁছে দেন তিনি।

শীতবস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন- নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) আকরামুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সিংড়া সার্কেল) মীর আসাদুজ্জামান, সিংড়া থানা পুলিশের ওসি মনিরুল ইসলাম ও তদন্ত কর্মকর্তা নেয়ামুল আলম প্রমুখ।

এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।