লক্ষ্মীপুরে বাসচাপায় ট্রলিচালক নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৭:০০ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৯

লক্ষ্মীপুরের রামগঞ্জে বাসচাপায় রাশেদ আলম (২৫) নামে এক ট্রলিচালক নিহত হয়েছেন। সোমবার দুপুরে উপজেলার কচুয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাশেদ আলম রামগঞ্জ উপজেলার সমেষপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় নোয়াখালীর বেগমগঞ্জ থেকে ছেড়ে আসা জননী পরিবহন (নোয়াখালী জ-০৫০০২৩) কচুয়া বাজারে এসে ইটবোঝাই ট্রলিকে চাপা দেয়। এতে চালক রাশেদ আলম গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয় লোকজন বাসটি আটক করে। এ সময় চালক পালিয়ে যান। উত্তেজিত লোকজন রামগঞ্জ-বেগমগঞ্জ সড়ক অবরোধের চেষ্টা করে।

এ ব্যাপারে রামগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোতা মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়। ঘাতক বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কাজল কায়েস/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।