মায়ের বকা খেয়ে ছেলের আত্মহত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৩:০৬ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৯

দিনাজপুরের চিরিরবন্দরে মায়ের সঙ্গে অভিমান করে মিজানুর রহমান (১২) নামে এক স্কুলছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার সকালে চিরিরবন্দর এলএসডি গোডাউন পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত মিজানুর রহমান চিরিরবন্দর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ও চিরিরবন্দর এলএসডি গোডাউন পাড়ার সাইকেল মেকানিক ওয়াহেদুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে মিজানুরের মা মিনারা বেগম তাকে লেখাপড়া না করার জন্য বকা দেন। এতে সে অভিমান করে তার শয়ন ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

চিরিরবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারেসুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এমদাদুল হক মিলন/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।