রূপপুরের গ্রিন সিটিতে মাথায় ইট পড়ে শ্রমিকের মৃত্যু

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক ঈশ্বরদী (পাবনা)
প্রকাশিত: ০৫:১৭ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৯
ফাইল ছবি

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের গ্রিন সিটিতে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় মাথায় ইট পড়ে আহত শ্রমিকের মৃত্যু হয়েছে। ২০ তলা ভবনের নিচে দিয়ে যাওয়ার সময় ওপর থেকে ইট পড়ে গতকাল বুধবার সিরাজ উদ্দিন (১৮) নামে এক নির্মাণ শ্রমিক গুরুতর আহত হন। বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত সিরাজ উদ্দিন কুড়িগ্রাম সদর উপজেলার কদমতলা গ্রামের পিয়ার উদ্দিনের ছেলে। তিনি পদ্মা অ্যাসোসিয়েট লিমিটেডের নির্মাণ শ্রমিক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার গ্রিন সিটিতে নির্মাণাধীন ২০ তলা ভবনের নিচ দিয়ে হেঁটে যাওয়ার সময় ওপর থেকে একটি ইট তার মাথায় পড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তিনি মারা যান।

ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী বিষয়টি নিশ্চিত করেছেন।

আলাউদ্দিন আহমেদ/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।