দিনাজপুরে ভাইস চেয়ারম্যান প্রার্থীর পরলোক গমন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৬:১৩ পিএম, ০১ মার্চ ২০১৯

দিনাজপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী বিভাষ বিশ্বাস (৫৫) হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেছেন। শুক্রবার সকাল ৮টায় সদর উপজেলার রাজবাটি কাঁটাপাড়াস্থ নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। উপজেলা পরিষদ নির্বাচনে তার প্রতীক ছিল তালা।

বিভাষ বিশ্বাস একাধারে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দিনাজপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ দিনাজপুর জেলা শাখার নির্বাহী সদস্য, রাজবাড়ী কাঁটাপাড়া কালি মন্দির কমিটির সাধারণ সম্পাদক ছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র, মা, এক ভাই, দুই বোনসহ আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিভাষ বিশ্বাসের মরদেহ রাজবাড়ী কাঁটাপাড়া গর্ভেশ্বরী শ্মশান ঘাটে দাহ কার্য সম্পন্ন করা হয়। এ সময় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিসহ সুশীল সমাজের মানুষ উপস্থিত ছিলেন।

তার মৃত্যুতে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, হিন্দু কল্যাণ ট্রাষ্টের সহ-সভাপতি মনোরঞ্জন শীল গোপাল এমপিসহ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি স্বরূপ বকসী বাচ্চু, সাধারণ সম্পাদক উত্তম কুমার রায়সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এমদাদুল হক মিলন/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।