কক্সবাজার ছেড়ে বান্দরবানে ৫ রোহিঙ্গা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ০৯:১৪ পিএম, ০৩ মার্চ ২০১৯

বান্দরবানের লামা উপজেলায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে পাঁচ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। রোববার বিকেলে লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা চেক পোস্টের সামনে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- মিয়ানমারের আরকান রাজ্যের বাসিন্দা মৃত নুর আলমের ছেলে আবুল কালাম (৩৩), মৃত ফয়েজ আহমদের ছেলে সাদেক আলী (৩২), আবদুল হামিদের ছেলে আলী আহমদ (২৮), ছিদ্দিক আহমদের ছেলে হামিদ হোসেন (৩০) ও মৃত মোস্তাক আহমদের ছেলে সামছুল আলম (৩৫)।

লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আপ্পেলা রাজু নাহা বলেন, কক্সবাজারের চকরিয়া থেকে আলীকদমগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় কথাবার্তায় সন্দেহ হলে ওই পাঁচজনকে প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে বলা হয়। পরে তারা অপারগতা প্রকাশ করলে তাদের আটক করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা রোহিঙ্গা বলে জানিয়েছে। তাদের কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাঠিয়ে দেয়া হয়েছে বলেও জানান ওসি।

সৈকত দাশ/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।