সুনামগঞ্জে দুই বসতঘর পুড়ে ছাই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০৮:২২ এএম, ০৮ মার্চ ২০১৯

সুনামগঞ্জ পৌরসভার উত্তর আরপিন নগর এলাকায় অগ্নিকাণ্ডে দুইটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত ২৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত দুই পরিবার। তবে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা এখনও জানা যায়নি।

খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট। এ উদ্ধার কার্যক্রমের নেতৃত্ব দেন ফায়ার সার্ভিস সদর স্টেশনের স্টেশন অফিসার মো. সুলেমান।

স্থানীয়দের তথ্যমতে, বৃহস্পতিবার রাত ৯টা থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে মৃত আবুল খায়ের তালুকদারের ছেলে বদরুল আলম ও মৃত আবু সালামের স্ত্রী ফরিদা বেগমের বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।

বদরুল আলম জানান, আগুনে ঘরের মূল্যবান আসবাপত্রসহ অন্তত ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ফরিদা বেগম জানান, অগ্নিকাণ্ডে তার দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

স্টেশন অফিসার মো. সুলেমান বলেন, প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে এখনও আগুনের সূত্রপাত কী থেকে হয়েছে তা জানা যায়নি।

মোসাইদ রাহাত/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।