কলেজে যাওয়ার পথে প্রাণ গেল প্রভাষকের
দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় রাণীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক আনোয়ার হোসেন উজ্জল (৩২) নিহত হয়েছেন। শনিবার সকাল ১০টার দিক ঘোড়াঘাট উপজেলার কলাবাড়ী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনোয়ার হোসেন উজ্জল ঘোড়াঘাট উপজেলার মাগুড়িয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে।
সূত্রে জানা যায়, প্রভাষক আনোয়ার বাড়ি থেকে মোটরসাইকেলযোগে কলেজে যাচ্ছিলেন। পথে দিনাজপুর-বগুড়া মহাসড়কের ঘোড়াঘাট উপজেলার কলাবাড়ী নামক স্থানে মালবোঝাই একটি ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘোড়াঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এমদাদুল হক মিলন/আরএআর/এমকেএইচ