মহানন্দা নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু


প্রকাশিত: ১০:৩০ এএম, ২৯ আগস্ট ২০১৫
প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীতে গোসল করতে নেমে শনিবার সকালে এক স্কুলছাত্র ডুবে মারা গেছে।

তার নাম সাজিদ হাসান লিয়ন। সে শহরের লখেরাজপাড়া মহল­ার শামীম আলীর ছেলে। সে শহরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র ছিল।

চাঁপাইনবাবগঞ্জ দমকল বাহিনীর সহকারী উপ-পরিচালক ওহিদুল ইসলাম জানান, শনিবার সকাল ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার রেহাইচর এলাকায় মহানন্দা নদীতে অন্যদের সঙ্গে লিয়ন গোসল করতে নেমে এক পর্যায়ে ডুবে যায়।

স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পর লিয়নকে না পেয়ে দমকল বাহিনীকে খবর দেয়া হয়। খবর পেয়ে রাজশাহী থেকে দমকল বাহিনীর একটি ইউনিট ঘটনাস্থলে এসে দুপুর পৌনে ১টার দিকে লিয়নকে উদ্ধার করে। গত শুক্রবার রেহায়চরে বোনের বাড়িতে লিয়ন বেড়াতে গিয়েছিল।

এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।